432102572_819372693569264_4959754049054457084_n

মহান স্বাধীনতা দিবস ২০২৪

আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ জনাব কর্নেল মো সাদীকুল বারী স্যারের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা এবং রচনা প্রতিযোগিতা। এই মাটি,আকাশ এবং প্রকৃতির সান্নিধ্যের মাতৃভূমি বাংলাদেশকে যাঁরা আমাদের করে দিয়েছেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের পক্ষ থেকে সেই সকল শহীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা।

432099934_818118703694663_4405864446334600098_n (1)

Creating awareness among students about the abuse of drugs, causes of drug addiction, and its ill effects

Daffodil International College, Dhaka, organized a time-demanding and insightful session which was conducted by Md Mohiuddin Sumon, Lecturer, PMM, focusing on “Creating awareness among students about the abuse of drugs, causes of drug addiction, and its ill effects”.

Here are some glimpses from the informative session! Details in comment section.

422723886_799384602234740_6670428666205736535_n

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ড্যাফোডিল ইন্টান্যাশনাল কলেজে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান ভাষা শহিদদের প্রতি যথা যোগ্য সম্মান জানাতে কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

Blog Template

আত্মবিশ্বাস- ই সফলতার মূলমন্ত্র

একাদশ দ্বাদশ শ্রেণীর গণ্ডি পেরিয়েই তোমরা এক বিশাল যুদ্ধের সম্মুখীন হবে। সেই যুদ্ধটি হল ভার্সিটি এডমিশন যুদ্ধ। পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাওয়ার জন্য একটি আসনের পেছনে যুদ্ধ করে অনেক শিক্ষার্থী। কিন্ত কেন ? ভালো ইউনিভার্সিটিতে একটি ভালো সাবজেক্টে পড়ার সুযোগ তোমার ক্যারিয়ার ও চিন্তা ভাবনা অনেকটাই বদলে দিবে।

 একটি ইট কখনো দূর থেকে চোখে পড়েনা, একটি একটি করে জোড়া লাগিয়ে বিল্ডিং বানালেই কেবল দূর থেকে সবার চোখে পড়ে মানুষের সফলতা হল একটি বিল্ডিং যা আস্তে আস্তে বানানোর পরই চোখে পড়ে । একাদশ দ্বাদশ শ্রেনীর দুই বছর কতটা তুমি ইফোর্ট দিয়ে পড়াশোনা করেছো তার উপর নির্ভর করবে তোমার এডমিশন যুদ্ধে জয়ী হওয়া না হওয়া। টোটাল ২০০ মার্কসের মান বন্টন। তার মধ্যে ১০০ মার্কস তোমার SSCHSC জিপিএ থেকে কাউন্ট করা হবে। ৪০% তোমার SSC ও ৬০% HSC রেজাল্ট থেকে নেয়া হবে।

আর বাকি ১০০ মার্কসের পরীক্ষা হবে তোমার HSC সিলেবাস থেকে। তাই সময় নষ্ট না করে তোমার প্রতিটি দিন কাজে লাগাও। আরাম আয়েশ আর অর্জন কখনোই এক পথে চলে না। অলসতা কখনো সফলতার বন্ধু হতে পারে না। সফলতার চারা গাছ দেখতে হলে অবশ্যই তোমাকে চেষ্টার বীজ বুনতে হবে। মনে রেখো ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে বিচার করা হয় না, বিচার করা হয় অর্জন দিয়ে। কারন অর্জনই গর্জন। মাথা উঁচু করে বাঁচতে হলে তোমাকে অর্জনের প্রসেসে ঢুকতে হবে। সাকসেস হতে হলে চেষ্টা না করে মোবাইল নামক ঢিলামির বাক্সে বন্দী থাকা যাবে না। জীবনে সাকসেস হওয়ার কোনো লিফট নেই, দুনিয়াতে কেউ শর্টকাটে সফল হতে পারে না। নিজের উপর জোর করে হলেও প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে। একাদশ-দ্বাদশ শ্রেনীর ২ বছরের ক্যালেন্ডারের পাতা শেষ হয়ে গেলে পাওয়া না পাওয়ার হিসেব চূড়ান্ত হয়ে যাবে। এই দুই বছর বেশি উপভোগ করতে গিয়ে বেশি অনুশোচনায় ভুগতে যেনো না হয় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে।

আজ না কাল পড়তে বসবো, আমার তো ভালো করে পড়া উচিৎ এই একই চিন্তা সবার মনেই আসে, পাথর্ক্য শুধু ঝাপিয়ে পড়ার মাঝে। বেশির ভাগ মানুষ সফল হতে পারে না কারন তারা যাত্রাই শুরু করে না। তাই তোমাদের বলি, দেরি না করে পড়তে বসো, প্রতিটা মূহুর্ত কাজে লাগাও।

সময় নষ্টকারী  অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে, সময় নষ্ট করার অপশন যত বাড়বে প্রোকাস্টিনেশনও তত বড়বে। হাতের মোবাইলটি ৩ ঘন্টা দূরে রেখে পড়তে বসলে কোনো ক্ষতি হবে না। কয়েক ঘন্টা তোমার হাতে মোবাইল না থাকলে দুনিয়া পাল্টে যাবে না। পড়াশোনার চেয়ে তোমার  মোবাইল জরুরি না। মনে রেখ মোবাইল এখন আমাদের অজান্তেই এক মহা আসক্তিতে পরিনত হয়েছে। মোবাইলের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারলেই তুমি তোমার লক্ষ্যের পেছনে ক্লান্তিহীনভাবে লেগে থাকতে পারবে।

তোমরা কি জানো গুগলের বর্তমান CEO কে ??

তিনি হলেন- সুন্দর পিচাই

তিনি ভারতের তামিলনাড়ুর এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন। দুই রুমের একটি এপার্টমেন্টে ছোট ভাই সহ চার জনের পরিবার বাস করত। একটি ল্যাপটপ এমনকি একটি মোবাইল কেনার সামর্থ  ছিলনা।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তিতে সুযোগ পাওয়ার পর যুক্তরাষ্ট্রে যাবার জন্য প্লেনের টিকিট কেনার সামর্থ্যও পরিবারের ছিল না।  পরিবারের সঞ্চিত অর্থ আর এক বছরের মোট আয়ের চেয়েও বেশি পরিমান অর্থ লোন নিয়ে সেই ব্যবস্থা করেন তার বাবা-মা।

তার বর্তমান বেতন ভারতীয় মুদ্রায় ১৮৮৪ কোটি ৩৯ লাখ ১৩ হাজার ৯০০ টাকা। কঠোর পরিশ্রম করলে কোনো কিছুই অসম্ভব নয়।

যার প্রয়োজনের আকাঙ্খা যত বেশি তার আলসেমি আর এক্সকিউজ ততই কম।নদীর স্রোত কাউকে পাহাড়ের চূড়ায় উঠায় না বরং সাগরে নিয়ে ভাসায়। সাকসেস হতে হলে নিজেকে কন্ট্রোল করতে হবে। আনন্দ আর ইফোর্টের মধ্যে ব্যালেন্স রেখে পড়াশোনা করতে হবে।

মনে রেখো; মেধাবীরা হেরে যেতে পারে কিন্তু পরিশ্রমীরা কখনোই হারে না। সঠিক পথে পরিশ্রম করো, সফলতা আসবেই ইনশাআল্লাহ।

418200064_775495164623684_7578304478084176332_n

Annual Sports 2024

নানা উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে আয়োজিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪। অত্যন্ত সুশৃঙ্খল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া-প্রতিযোগিতার উদ্বোধন ঘোষিত হয়। উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ কর্নেল মো:সাদীকুল বারী।

410031048_758419616331239_608964711440526813_n

মহান বিজয় দিবস ২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে আয়োজিত হলো বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উৎসবমুখর এই দিনে কলেজ প্রাঙ্গণে শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে উদযাপন করা হয় এই অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ জনাব কর্নেল মো সাদীকুল বারী, শিক্ষ্কমণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।

406659657_750726660433868_6071992788108316943_n

Mental Health Education for Students

Empowering minds at Daffodil International College!

Today’s session on ‘Mental Health Education for Students‘ led by Mohiuddin Sumon was incredibly insightful and interactive. ‘Strengthening minds’ & ‘Fostering well-being’ served as the session’s primary maxims. The session was not just informative but also sparked meaningful conversations. We are immensely thankful to our esteemed Principal for concluding the session on a motivating note.

397843272_738755944964273_2583593211645203703_n

Parents’ Meeting 2022-23

Parents’ Meeting Highlights for the 2022-23 Session at Daffodil International College!

We had an insightful and inspiring parents’ meeting today, where Principal Col Mohammad Sadikul Bari, psc (retd), graced us with his valuable words of wisdom for our students and their guardians.

Principal sir’s speech was a symbol of motivation, setting the tone for a successful year ahead. He emphasized the importance of education, character building, and the role parents play in shaping the future of our students.

Blog-Template-2

Importance of ‘Co-curricular Activities’ to build up Self-confidence

In the 21st century, the world is changing fast. That is why, the conventional education

 curriculum which was developed in the early 20th century, has to pave the way to a new kind of 

education and learning which is related to our day to day living and plays a vital role to build up

 career and personality. Co-curricular activities are different from academic activities. It is true

 that much of our intellectual development happens, to a great extent, in the classroom but it is

 not enough to survive in life.  Students can participate in co-curricular activities besides their

 academic activities. These activities give unique experience of life, these activities make one

 smart and wise. These activities encourage to expose hidden talents. It helps to the students to 

become aware of time management and more responsible. It helps the learners to be confident, 

problem solving and reasoning. When these activities blended with academics, it will help the

students learn  effectively. It will also give them an opportunity of thinking unusually and getting

 the innovative ideas and above all to be self-dependent.

There are many co-curricular activities like- debate, recitation, singing songs, dancing, public 

speaking, extempore speech, library work, social service etc. These are the activities through

 which a learner can strengthen the classroom learning as well as other activities both inside and 

outside the classroom.

The students who engage themselves in these co-curricular activities, can achieve better results 

in their academic ground. Their academic performance develop day by day as they learn how to

 balance their co-curricular activities with their academic pursuits. Moreover, they better 

understand how to manage their time effectively and also increase their interest in the classroom.

 So, it is essential to understand the importance of co-curricular activities in improving academic 

performance. In other words, co-curricular activities enable a learner to digest his academic

 studies and make him/her to be confident in every sphere of practical life. In this competitive

 era, co-curricular activities also play a vital role to build up a better career for the learners. 

Because it broadens new horizons for them. It makes the students feel happier, stronger, 

confident and more likely to lead a healthy and active life style.

Now we are passing a very critical situation. In a normal situation, Pre Covid-19, all 

extracurricular activities for the students took place in academic environment. Though it is not 

possible in this current pandemic situation, students can involve themselves virtually in many

 co-curricular activities. And it helps them to be fit mentally removing their mental stress. In this 

connection, Virtual club activities can be implemented during the pandemic. Through Google 

meet or Zoom, students can participate in interactive session where they can share their 

experience and receive suggestion from the experts. Now at this moment, they can more involve 

in many indoor activities like crafts, creative writings, gardening, graphic designs etc. 

By the above discussion, we can say that the students engaging through co-curricular activities 

can learn essential values about different religions, events, cultures of national and international

 importance as well as discipline. They also learn to understand different values, social ethics, 

motivational skills, capability of  accepting  challenges, self-dependent, self-contentment etc.

 In order to make the new generation all-rounder and self-reliant, co-curricular activities should

 be integrated in the educational sector compulsorily.

Writer: Sanchita Nargees

Sr.Lecturer, English

Daffodil International College, Dhaka