প্রত্যয়যুক্ত শব্দ ও বানান

প্রত্যয়যুক্ত শব্দ ও বানান

(পরবর্তী অংশ)

০৫. -স্ত/-স্থ

ত্রাস > ত্রস্তসন্ত্রাস > সন্ত্রস্ত (− জনপদ)
গ্রাস > গ্রস্তঅভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, চন্দ্রগ্রস্ত চিন্তাগ্রস্ত, দায়গ্রস্ত, দ্বিধাগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত, নেশাগ্রস্ত, বাধাগ্রস্ত, মোহগ্রস্ত, ভূতগ্রস্ত, পক্ষাঘাতগ্রস্ত, রাহুগ্রস্ত, রোগগ্রস্ত
স্থ বা স্থিতঅন্তঃস্থ (− বর্ণ), বহিস্থ, আত্মস্থ, আতঙ্কগ্রস্ত, উদরস্থ, উপরস্থ/উপরিস্থ,   কণ্ঠস্থ, মুখস্থ, গৃহস্থ , ঢাকাস্থ, তটস্থ, দ্বারস্থ, ধাতস্থ,  ধ্যানস্থ, নিকটস্থ, দূরস্থ, পকেটস্থ, প্রকৃতিস্থ,  পদস্থ, পাত্রস্থ, পার্শ্বস্থ (দক্ষিণ− ), ভবনস্থ, ভূগর্ভস্থ, মঞ্চস্থ, মনস্থ, মধ্যস্থ,   সম্মুখস্থ, সমাধিস্থ  

উল্লেখ্য, ‘অধীনস্থ‘ নয়− ‘অধীন’ শুদ্ধ । আরও উল্লেখ্য, ‘দুস্থ’ ও ‘‘সুস্থ’ শুদ্ধ।

আরও উদাহরণ –

‘স্থ’ নয়− ‘স্ত‘ 

অস্ত (সূর্যাস্ত), আস্ত (− রোস্ট), ন্যস্ত, ব্যস্তসমস্ত, ব্যতিব্যস্ত, পোস্ত (-গোলা), সাব্যস্ত।

বিশেষ্য > বিশেষণ:

অভ্যাস > অভ্যস্ত, আশ্বাস > আশ্বস্ত, বিন্যাস > বিন্যস্ত, বিশ্বাস > বিশ্বস্ত, বিধ্বংস > বিধ্বস্ত, বিস্রংস > বিস্রস্ত (− বেশভূষা), নিবৃত্ত > নিরস্ত, পরাহত > পরাস্ত।

বিপরীত শব্দ:

অস্তি – নাস্তি, নিন্দা – প্রশস্তি, স্বস্তি – অস্বস্তি, সংকীর্ণ – প্রশস্ত। কিন্তু দৈর্ঘ্য – প্রস্থ।

বিদেশি শব্দ:

দরখাস্ত (ফা.), বরখাস্ত (ফা.) ।  

০৬. ‘স্থান’ নয় – ‘স্তান’

‘গুলিস্থান’ নয়− ‘গুলিস্তান’ । তদ্রূপ, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান, পাকিস্তান।

০৭. মতুপ্ > মান। যথা:

প্রবাহ– প্রবহমান (− নদী), বিকাশ− বিকশমান (− নগর), বিবাদ– বিবদমান (− দুপক্ষ)।

আরও উদাহরণ: -ইত

উচ্ছ্বাস – উচ্ছ্বসিত, উল্লাস – উল্লসিত। কিন্তু উদ্ভাস – ‘উদ্ভাসিত’ শুদ্ধ।

কতিপয় প্রত্যয়যুক্ত শব্দের শুদ্ধরূপ:

 উদ্-√গৃ+ অন (অনট) = উদগিরণ

 ব্যবহার + ইক = ব্যাবহারিক

 প্রশাসন + ইক = প্রাশাসনিক

 গড্ডল + ইকা = গড্ডলিকা (− প্রবাহ)

 অভ্যন্তর + ঈন = অভ্যন্তরীণ (− সড়ক)

 সর্বাঙ্গ + ঈন = সর্বাঙ্গীণ

 বর্ষ + ঈয়সী =বর্ষীয়সী (− নারী)

 বহু + ঈয়সী = ভূয়সী (− প্রশংসা)

 মহী + ঈয়সী = মহীয়সী (− নারী)

√জাগৃ + ঊক = জাগরূক (স্মৃতি −)

√রুজ্ + ত (ক্ত) = রুগ্ণ (− প্রতিষ্ঠান)

 পশ্চাৎ + ত্য (ত্যণ) = পাশ্চাত্ত্য (−দর্শন )

 প্রতিযোগী + নী = প্রতিযোগিনী

টীকা:  অভিধানমতে, ‘সৌহার্দ্’/‘সৌহার্দ্য’ শুদ্ধ।

কতিপয় প্রত্যয়যুক্ত শব্দে শিষ্ট কথ্যরূপ ব্যবহৃত হয়। যথা:

ক. স্বরসঙ্গতির নিয়মে সিদ্ধ−

√চির্ + অনি = চিরনি >চিরুনি (− অভিযান)

√রাধ্ + অনি = রাঁধনি > রাঁধুনি

√জি + অন্ত = জিয়ন্ত > জ্যান্ত (− পুঁটিমাছ)

√উড়্ + আকু = উড়াকু >উড়ুক্কু  

√কুড়্ + আনি = কুড়ানি >কুড়ুনি (ঝিনুক-)

ঠাকুর + আনি = ঠাকুরানি > ঠাকরুন (দিদি-)

ডেঁপো + আমি = ডেঁপোমি

লাঠি + আল = লাঠিয়াল > লেঠেল  

ঝাঁঝ + আল = ঝাঁঝাল > ঝাঁঝালো (− রোদ)

ধার + আল = ধারাল > ধারালো (− ছুরি)

√খা + উকা = খাউকা > খেকো (ভূমি-, নদী-)

√খা + উয়া = খাউয়া> খেয়ো (-খেয়ি)

আধ + উলি = আধুলি > আধলি

বই + ওয়ালা = বইওয়ালা > বইঅলা (− পলান সরকার)

ধুন + চি = ধুনচি > ধুনুচি।

খ. অভিশ্রুতির নিয়মে সিদ্ধ−

মূলশব্দ >অপিনিহিতি > অভিশ্রুতি
√কাঁদ্ + ইয়া = কাঁদিয়া > √শুন্ + ইয়া + শুনিয়া > জাল + ইয়া = জালিয়া > মাটি + ইয়া = মাটিয়া > গাছ +উয়া = গাছুয়া > মাছ + উয়া = মাছুয়া > ভূত + উড়িয়া = ভূতুড়িয়া>. অদ্ভুত + উড়িয়া = অদ্ভুতুড়িয়া ছিঁচ + কিয়া = ছিঁচকিয়া > পুঁচ + কিয়া = পুঁচকিয়া > বখা + টিয়া = বখাটিয়া > ভাড়া + টিয়া = ভাড়াটিয়া > আলি + সা = আলিসা > পানি + সা = পানিসা >কাঁইদ্যা >  কেঁদে শুইন্যা > শুনে জাইল্যা > জেলে (-পাড়া) মাইট্যা > মেটে ( হাঁড়ি) গাউছ্যা > গেছো (− সাপ) মাউছ্যা > মেছো (− কুমির) ভূতুইড়া >  ভূতুড়ে (− বাড়ি) অদ্ভুতুইড়া >  অদ্ভুতুড়ে (– ঘটনা) ছিঁইচকা >  ছিঁচকে (− চোর) পুঁইচকা > পুঁচকে বখাইটা > বখাটে ভাড়াইটা > ভাড়াটে আইলসা > আলসে পাইনসা > পানসে

টীকা:  অৎ + √ভূ + উত = অদ্ভুত।

গ. বিদেশি প্রত্যয়

নল + চা = নলিচা (খোল-) > নলচে

বাগ + চা = বাগিচা (সেগুন-)

বেঙ + চি = বেঙাচি > ব্যাঙাচি

কলম + দানি = কলমদানি > কলমদান

ছাই + দানি = ছাইদানি > ছাইদান

খরিদ + দার = খরিদ্দার > খদ্দের

টেক + সহি = টেকসহি > টেকসই

জুত + সহি = জুতসহি > জুতসই।

উল্লেখ্য, প্রত্যয়যুক্ত বহু শব্দে শিষ্ট কথ্যরূপ ব্যবহৃত হয় এবং তা থেকে এখানে গুটিকয় উদাহরণ দেওয়া হয়েছে মাত্র। আরও উল্লেখ্য, ‘জবাবদিহিতা’ নয়− ‘জবাবদিহি’ শুদ্ধ। ‘ননদি’/‘ননদিনী’ নয়– ‘ননদ’ শুদ্ধ। ‘সচ্চরিত্র’/ ‘চরিত্রবান’ শুদ্ধ।

মমিনুল হক

সহকারী অধ্যাপক, বাংলা

প্রত্যয়যুক্ত শব্দ ও বানান

প্রত্যয়যুক্ত শব্দ ও বানান

উপসর্গ ও প্রত্যয় বাংলা শব্দগঠনের দুটি পদ্ধতি।

ব্যাকরণমতে, ধাতু ও শব্দের পূর্বে উপসর্গ এবং পরে প্রত্যয় যুক্ত হয়। যথা: স (উপসর্গ) + মূল = সমূল, মূল + সহ (প্রত্যয়) = মূলসহ। সাধারণত একই শব্দে যুগপৎ উপসর্গ ও প্রত্যয় যুক্ত হয় না। সেহেতু ‘সমূলসহ’ অশুদ্ধ। তদ্রূপ, আ + কাঙ্ক্ষা = ‘আকাঙ্ক্ষা’ এবং কাঙ্ক্ষা + -ইত = ‘কাঙ্ক্ষিত’ শুদ্ধ । কিন্তু ‘আকাঙ্ক্ষিত’ অশুদ্ধ। আ + শঙ্কা = ‘আশঙ্কা’ এবং শঙ্কা + -ইত = ‘শঙ্কিত’ শুদ্ধ । কিন্তু ‘আশঙ্কিত’ অশুদ্ধ। আবার ধাতু ও শব্দে যুগপৎ দুটি প্রত্যয় যুক্ত হয় না। সেহেতু দরিদ্র + -য (ষ্ণ্য) = ‘দারিদ্র্য’ এবং দরিদ্র + -তা = ‘দরিদ্রতা’ শুদ্ধ। কিন্তু ‘দারিদ্র্যতা’ অশুদ্ধ। তদ্রূপ, ‘দৈন্য’/‘দীনতা’ শুদ্ধ। কিন্তু ‘দৈন্যতা’ অশুদ্ধ। ‘সাফল্য‘/‘সফলতা’ শুদ্ধ। কিন্তু ‘সাফল্যতা’ অশুদ্ধ।  

আরও উদাহরণ−

ভুল বানানশুদ্ধরূপ *
উৎকর্ষতা
ঔজ্জ্বল্যতা
কার্পণ্যতা
চাঞ্চল্যতা
বাহুল্যতা 
বৈচিত্র্যতা
বৈশিষ্ট্যতা
বৈষম্যতা
যাথার্থ্যতা
সখ্যতা
স্বাতন্ত্র্যতা
সাদৃশ্যতা
সামঞ্জস্যতা
সারল্যতা
সৌজন্যতা
উৎকৃষ্ট + য (ষ্ণ্য) = উৎকর্ষ
উজ্জ্বল + য = ঔজ্জ্বল্য
কৃপণ + য  = কার্পণ্য
চঞ্চল + য = চাঞ্চল্য
বহুল + য = বাহুল্য
বিচত্র + য = বৈচিত্র্য
বিশিষ্ট + য = বৈশিষ্ট্য
বিষম + য = বৈষম্য
যথার্থ + য = যাথার্থ্য
সখা + য = সখ্য
স্বতন্ত্র + য += স্বাতন্ত্র্য
সদৃশ + য = সাদৃশ্য
সমঞ্জস + য = সামঞ্জস্য
সরল + য = সারল্য
সুজন + য = সৌজন্য

*এখানে শুধু য (ষ্ণ্য)-যুক্ত বানানগুলো নির্দেশিত হয়েছে।

উল্লেখ্য, ‘কৃচ্ছ্রতা’ নয়, ‘কৃচ্ছ্র’ (-সাধন) শুদ্ধ। ‘বদান্যতা’ নয়, বদ্ + আন্য = ‘বদান্য’ শুদ্ধ।  আরও উল্লেখ্য, পাগল + আ + টিয়া = পাগলাটিয়া > ‘পাগলাটে’ শুদ্ধ, প্রমাণ + য + তা = ‘প্রামাণ্যতা’ শুদ্ধ। নৌ + য + তা = ‘নাব্যতা’  শুদ্ধ। হৃদ + য + তা = ‘হৃদ্যতা’ শুদ্ধ। এখানে দুটি প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠিত হয়েছে। তবে এমন উদাহরণ বিরল।  

আধুনিক বানানবিধিমতে, রেফ-এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব (Double use) হয় না। যথা : অর্চ্চনা > অর্চনা, মূর্চ্ছনা > মূর্ছনা, মার্জ্জনা > মার্জনা, অপূর্ব্ব > অপূর্ব, সর্ব্বোচ্চ > সর্বোচ্চ, কর্ত্তব্য > কর্তব্য, গৃহকর্ত্তা > গৃহকর্তা, ভাবমূর্ত্তি > ভাবমূর্তি, দুর্দ্দিন > দুর্দিন, মর্ম্মবস্তু >মর্মবস্তু।   

আরও উদাহরণ−

ভুল বানানশুদ্ধরূপ
আচার্য্য
আশ্চর্য্য
আহার্য্য
ঐশ্বর্য্য
ঔদার্য্যতা 
কার্য্য
গাম্ভীর্য্যতা
চাতুর্য্যতা
চৌর্য্য
ধৈর্য্য
ধার্য্য
পরিহার্য্য
প্রাচুর্য্যতা
ব্যবহার্য্য
বিচার্য্য
স্বীকার্য্য
স্থৈর্য্য
সূর্য্য
শৌর্য্য
সৌন্দর্য্য
মাধুর্য্য
আ + √চর্ + য (ষ্ণ্য)= আচার্য 
আ + চর্য্য = আশ্চর্য
আহার + য = আহার্য
ঈশ্বর + য = ঐশ্বর্য
উদার + য = ঔদার্য
√কৃ + য  = কার্য
গম্ভীর + য = গাম্ভীর্য
চতুর + য = চাতুর্য
চোর + য = চৌর্য
ধীর + য = ধৈর্য
√ধৃ + য = ধার্য
পরিহার + য = পরিহার্য
প্রচুর + য = প্রাচুর্য
ব্যবহার + য = ব্যবহার্য
বিচার + য = বিচার্য
স্বীকার + য = স্বীকার্য
স্থির + য = স্থৈর্য
√সৃ + য = সূর্য
শূর + য = শৌর্য
সুন্দর + য = সৌন্দর্য
মধুর + য = মাধুর্য

উল্লেখ্য, সমর্থ + য = ‘সামর্থ্য’ শুদ্ধ। তদ্রূপ, দীর্ঘ + য = ‘দৈর্ঘ্য’, মূর্ধন্ + য =‘মূর্ধন্য’ শুদ্ধ। আরও উল্লেখ্য, শ্রদ্ধা + অর্ঘ্য = ‘শ্রদ্ধার্ঘ্য’ শুদ্ধ।

প্রত্যয়ের আরও কয়েকটি নিয়ম:

০১. -ত্ব (তৃচ্)

শব্দের শেষে ঈ-কার থাকলে এবং পরে ত্ব (প্রত্যয়) যুক্ত হলে ঈ > ই হয়। যথা:

একাকী + -ত্ব = একাকিত্ব, কৃতী + -ত্ব = কৃতিত্ব, দায়ী + -ত্ব = দায়িত্ব, স্থায়ী + -ত্ব = স্থায়ীত্ব, মন্ত্রী + -ত্ব = মন্ত্রিত্ব, স্বামী + -ত্ব = স্বামিত্ব।

কিন্তু স্ত্রীবাচক শব্দে ঈ-কার অক্ষুণ্ণ থাকে। যথা:

কুমারীত্ব, নারীত্ব, ছাত্রীত্ব।

উল্লেখ্য, ‘মহত্ব’ নয়− মহৎ + -ত্ব = ‘মহত্ত্ব’ শুদ্ধ। তদ্রূপ, ‘তত্ব’ নয়− তৎ + -ত্ব = ‘তত্ত্ব’ শুদ্ধ। আরও উল্লেখ্য, ‘আত্ব’/‘আত্বক’ নয়− ‘আত্ম’/‘আত্মক’ শুদ্ধ। যথা: আত্মজ্ঞান, আত্মগোপন, একাত্ম, আক্রমণাত্মক, ধনাত্মক, ঋণাত্মক, ভ্রমাত্মক, ধ্বংসাত্মক, মারাত্মক, সর্বাত্মক।

০২. -তা (তৃচ্)

শব্দের শেষে ঈ-কার থাকলে এবং পরে তা (প্রত্যয়) যুক্ত হলে ঈ > ই হয়। যথা:

অপরিণামদর্শী + -তা = অপরিণামদর্শিতা, ঊর্ধ্বগামী + -তা = ঊর্ধ্বগামিতা, কার্যকারী + তা = কার্যকারিতা, দ্বিচারী + -তা =দ্বিচারিতা, দূ্রদর্শী + তা = দূ্রদর্শিতা, নিম্নগামী + -তা = নিম্নগামিতা, অন্তর্মুখী + -তা = অন্তর্মুখিতা, বহির্মুখী + -তা = বহির্মুখিতা, কর্মমুখী + -তা = কর্মমুখিতা, প্রতিদ্বন্দ্বী + -তা = প্রতিদ্বন্দ্বিতা, প্রতিবন্ধী + -তা = প্রতিবন্ধিতা, বহুমুখী + -তা = বহুমুখিতা, বাগ্মী + -তা = বাগ্মিতা, স্ববিরোধী + -তা = স্ববিরোধিতা, রাষ্ট্রদ্রোহী + -তা = রাষ্ট্রদ্রোহিতা, সত্যবাদী + -তা = সত্যবাদিতা, স্বেচ্ছাচারী + -তা = স্বেচ্ছাচারিতা।

কিন্তু √গ্রহ্ + তৃ (তৃচ্) = গ্রহীতা শুদ্ধ।  

০৩. -আলি

ক. সাদৃশ্য বোঝাতে

      সোনা + -আলি = সোনালি (− যুগ)। তদ্রূপ, রুপালি (− জ্যোৎস্না), পাটালি (− গুড়)।

খ. ভাব বোঝাতে

     মেয়ে + -আলি = মেয়েলি। তদ্রূপ, চতুরালি, মিতালি।

গ. জাত বা উৎপন্ন বোঝাতে

     (চৈত্র>) চৈত + আলি = চৈতালি (− রাত)। তদ্রূপ, পৌষালি (− সন্ধ্যা ), পূর্ব > পুব + আলি = পুবালি।

ঘ. অনুরূপ বোঝাতে

     গোড় + -আলি = গোাড়ালি। তদ্রূপ, সুতা + আলি = সুতালি > সুতলি।

ঙ. বৃত্তি বা কর্ম বোঝাতে

     গৃহস্থ + -আলি = গৃহস্থালি । তদ্রূপ, ঘটকালি, ঠাকুরালি, নাগরালি, রাখালি।

০৪. -আবলি

বহুবচন বোঝাতে

কার্য + আবলি = কার্যাবলি । তদ্রূপ, কবিতাবলি (চতুর্দশপদী −), গুণাবলি, ঘটনাবলি, তথ্যাবলি, দীপাবলি > দীপালি (− উৎসব), দৃশ্যাবলি, নামাবলি, নির্দেশাবলি, নিয়মাবলি, পত্রাবলি, প্রশ্নাবলি, বৈশিষ্ট্যাবলি, রচনাবলি, শর্তাবলি, সূত্রাবলি ।

মমিনুল হক

সহকারী অধ্যাপক, বাংলা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ

Alia madam blog 2

Learn English with Easy Solution

                                  Part-01:

 Conditional Sentences in English 

            If you are an English learner of Higher Secondary level, you must have come across the term ‘If Conditionals’. However, this is an aspect of English Grammar. While studying different types of ‘conditionals’, you may feel a little confused,

complicated, difficult and tedious also. But if you learn some basic rules regarding the conditional sentences, you will be able to use these sentences in your daily conversation easily and smoothly.

  In English, ‘conditional’ sentences indicate certain structures of the sentences that establish what will happen if a certain incident takes place. This means that if a certain action is done, a certain result occurs.

Basically, four types of conditional sentences are used in English language.

01. 1st Conditional Sentences:

This type of sentence refers to the future events that might happen in course of action.

[If + Present Indefinite + Future Indefinite]

Structure: If + sub1 + V1 + object1 + (,) + sub2 + will + V1 + object2

Example:

  • If you get up early, you will keep fit.
  • If it rains, we will postpone the tour.
  • If I get the scholarship, I will apply for PhD.
  • If they want, I will assist them.
  • If she studies more, she will be able to fulfill her parents’ dream.

02. 2nd Conditional Sentences:

This conditional sentence is used to describe the unreal possibility. It shows the course of action that would/ could happen in the past.

[If + Past Indefinite + Past Conditional (Sub + would/could +V1 + object)]

                                    Structure: If + sub1 + V1+ object1 + (,) + sub2 + would/ could + V1 + object2  

   Example:

  • If they wanted, we would help them.  
  • If I got the scholarship, I would apply for higher studies.
  • If I were a millionaire, I would travel the whole world.
  • If you won the lottery, you could stop working.
  • If she studied more, she could achieve a desired result.

03. 3rd Conditional Sentences:

This conditional sentence discusses the past. These conditions are impossible also. Because they have occurred but won’t anymore.

            [If + Past Perfect tense + perfect conditional (Sub+ would have/could have + V3 + object)]

            Structure: If + sub1 + had + V3 + object1 + (,) + sub2 + would have/could have + V3 + object2

Example:

  • If they had wanted, we would have helped them.
  • If I had studied more, I would have obtained a better result.
  • If I had been a millionaire, I would have traveled the whole world.
  • If you had won the lottery, you could have stopped working.
  • I could have informed him the matter, if I had known it.

04. Zero Conditional Sentences:

Zero conditional deals with the facts. It refers to absolute certainty and does not refer to the future or the past.

[If + Present Indefinite + Present Indefinite]

Structure: If + sub1 + V1 + object1 + (,) + sub2 + V2 + object2

Example:

  • If you cry a lot, you get headache.
  • If you cool water to zero degrees, it turns into ice.
  • If you touch fire, you get burned.
  • If it snows, the ground gets icy.
  • If we make too much noise, the baby wakes up.                                           

N. B.

V1: Base form/ Present form of Verb

V2: Past form of Verb

V3: Past Participle form of Verb

Alia Rawshan Banu

Senior Lecturer (English)

Daffodil International College