আজ বিশ্ব মা দিবস। দিনটিকে মাহাত্ম্য দানের উদ্দেশ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকদের সমন্বয়ে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের মায়ের প্রতি অগাধ ভালোবাসা থেকে উৎসারিত অনুভূতি ব্যক্ত করে। মায়ের সাথে সন্তানের ঐশ্বরিক এবং ঐন্দ্রজালিক অদৃশ্য বন্ধনের দৃশ্যমান হওয়ার মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ পরিবার।
শিক্ষা সফর ২০২৪
শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ সাধনে এবং একঘেয়েমি দূরীকরণে প্রতি বছরের ন্যায় এ বছরও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে এবং অজানাকে জানার আকাঙ্ক্ষায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর” পরিদর্শনের ব্যবস্থা করা হয়।
শুভ রবীন্দ্র ও নজরুল জয়ন্তী
বাংলা ভাষাভাষীদের চিন্তাশক্তির বাঁক বদলের সোনার কাঠি এবং রূপার কাঠির কর্ণধার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন করা হয়।
Farewell of Batch 2024
সব বিদায় বিষাদের নয়, কিছু কিছু বিদায় আনন্দের এবং গৌরবের। আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সূর্যালোকিত ভবিষ্যৎ কামনা করে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয়ে গেলো এইচএসসি-২০২৪ ব্যাচের বিদায় অনুষ্ঠান এবং দোয়া মাহফিল। সেই সাথে বিতরণ করা হয় এইচ এস সি পরীক্ষার প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন পত্র ।
নতুন সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং (ইডি)
প্রিয় শুভানুধ্যায়ী,
আসসালামু আলাইকুম,
আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন!
আপনাদের জন্য সুসংবাদ!
চলতি শিক্ষাবর্ষ থেকেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে (ডিআইসি) ইঞ্জিনিয়ারিং ড্রয়িং (ইডি) বিষয়টি এইচএসসির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সমস্ত ক্যাডেট কলেজ এবং দেশের স্বনামধন্য কলেজগুলোতে এই বিষয় রয়েছে। বিষয়টি খুবই আকর্ষণীয়, সহজ। সাধারণত বিষয়টি ৯৫% এর বেশি নম্বর পেতে সাহায্য করে। কারণ এটি একটি ব্যবহারিক বিষয়।
ভবিষ্যতে যেসকল শিক্ষার্থী ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, তারা জীববিজ্ঞানকে প্রধান এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংকে ৪র্থ বিষয় হিসেবে গ্রহণ করবে।
অন্যদিকে, যেসকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে , তারা গণিতকে প্রধান এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংকে (ইডি) ৪র্থ বিষয় হিসেবে গ্রহণ করবে!
নিঃসন্দেহে এটি একটি বিচক্ষণ এবং বুদ্ধিদ্বীপ্ত পদক্ষেপ যা শিক্ষার্থীরা বড় একটি বিষয় (গণিত অথবা, জীববিজ্ঞান) এর পরিবর্তে গ্রহণ করতে পারবে। ‘ইঞ্জিনিয়ারিং ড্রয়িং’ শিক্ষার্থীদের মানসিক চাপ হ্রাস করতে এবং ভালো ফলাফল অর্জনে প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে। তাই শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহী হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগী হবে। ফলে তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
একই সাথে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে একধাপ এগিয়ে যাবে।
পরিশেষে, আপনাদের পরিচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকাকে (ডিআইসি) পছন্দ তালিকার শীর্ষে রাখার জন্য অনুরোধ করছি। তারা যেন সাফল্যের শীর্ষে আরোহনরত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের আরোহী হতে ভুল না করে
এবং অতি শীঘ্রই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ (ডিআইসি) ঢাকার একটি শীর্ষস্থানীয় কলেজে পরিণত হবে ইনশাআল্লাহ!!
শুভেচ্ছান্তে,
কর্নেল মোহাম্মদ সাদিকুল বারী, পিএসসি (অব:)
অধ্যক্ষ, ডিআইসি, ঢাকা
বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪
ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে প্রতিবছরই মাত্রাতিরিক্ত বৃক্ষ নিধন করা হচ্ছে। তবে সেই অনুপাতে বৃক্ষ রোপণ করা হচ্ছে না। ফলশ্রুতিতে পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়তই বেড়ে চলেছে। ধরিত্রী মা-কে সুরক্ষিত রাখতে এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুধাবন করানোর লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে আয়োজন করা হয় বৃক্ষ রোপণ কর্মসূচির।
Parents’ Meeting 2024
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যত গড়তে সবসময় অভিভাবকদের অভিমত প্রকাশ ও সহযোগিতায় গুরুত্ব দিয়ে আসছে। তারই প্রেক্ষাপটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ২০২৩-২৪ ব্যাচের সকল গ্রুপের (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ইংরেজি ভার্সন) শিক্ষার্থীবৃন্দের অভিভাবকদের সাথে আসন্ন ইয়ার ফাইনাল পরীক্ষা ও বিবিধ বিষয় নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ জনাব কর্নেল মো: সাদীকুল বারী স্যার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো অভিভাবক সভা। আলোচনা সভাটি অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুসম্পন্ন হয়। কলেজের চলমান উন্নয়ন কার্যক্রমে অভিভাবকগন সন্তোষ প্রকাশ করেন।
Talent Hunt 2023
শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করে ‘মেধা অন্বেষণ ২০২৩’। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জমজমাট প্রতিযোগিতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সোৎসাহ আগমনে আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ পরিবার আনন্দিত, উদ্দীপিত এবং উজ্জীবিত।
এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০২৩
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে আজ এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য বিদায় ও দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়। সেই সাথে শিক্ষার্থীদের মধ্যে এডমিট কার্ড বিতরন করা হয়। এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য রইল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের পক্ষ থেকে শুভকামনা।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩
বর্ণিল আনন্দের আলোকচ্ছটায় উদ্ভাসিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের এইচএসসি উত্তীর্ণ ২০২২ ব্যাচের কৃতি শিক্ষার্থীরা। কৃতি শিক্ষার্থীদের সম্মানে শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়ে গেলো প্রাণবন্ত এক সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সংবর্ধিত করা হয়।