Blog (2)

Visiting Military Museum: An Outstanding Study Tour with DIC students

Visiting Military Museum: An Outstanding Study Tour with DIC students

Study tour, a break from routine classroom settings, injects enthusiasm and excitement
into the learning process. In fact, study tours can inspire students, reignite their passion for their
field of study, and motivate them to explore further. In order to fulfil this purpose, Daffodil
International College arranged a study tour at Bangabandhu Military Museum for its students’
holistic development.
On 27 May 2023, the students of class XI (session: 2022-23) along with their teachers
started for Bangabandhu Military Museum at 9.30 am. The museum is located at Bijoy Sarani,
Dhaka. It has a collection of Bangladesh’s military history, heritage, success stories and various
weapons and ammunition.
As the destination is not very far from college campus, we have decided to go on foot.
While crossing Manik Mia Avenue, the juvenile students had some snaps in front of the
Parliamentary Building. They were, really, excited and thrilled while marching towards the
destination. We reached the museum at 10.30 am and found that some of my fellow students had
already arrived at their most cherished destination.
After finishing the counting of the students, they entered the museum in a queue
maintaining discipline and rules of the institution. While exploring the museum, they observed
our heritage, success stories of our ancestors, wide implementation of Augmented Reality,
Interactive Displays, Virtual Reality, Holograms etc.

The museum is divided into six sections, including the Bangladesh History Gallery on the
ground floor, Bangladesh Army Gallery on the 2nd floor, Bangladesh Air Force gallery on the
3rd floor, UN Peacekeeping Gallery on the 4th floor, and Bangladesh Navy Gallery at the
basement.

There is also a separate museum named “Toshakhana Jadughor” within the museum
complex, where gifts and awards received by the country’s important personnel have been
showcased. A grand sculpture of Bangabandhu Sheikh Mujibur Rahman has been placed in the
middle of the “Toshakhana Jadughor”.

Our students got amazed looking at the awesome architectural design and infrastructure
inside the museum. The study tour came to an end almost at 1.00 pm. At the end of the tour, they
experienced a heavy rainfall poured down the city which made the day more memorable for
them. Due to excessive rainfall, we had to wait some more time at the museum. This study tour
and the rainfall made the students refreshed by removing the monotony of academics.
Overall, it was an unforgettable outing of the teachers and the students which will remain
forever in the memory and keep us invigorated again and again.
Finally, I would like to say that this kind of study tour offers unique opportunities for
students to learn, grow, and develop both academically and personally. Moreover, it provides
practical experiences through gaining knowledge and foster various skills that are essential to
achieve success in the academic and professional spheres.

331857545_1128619485205439_6261577298461332236_n

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩

ড্যাফোডিল ইন্টান্যাশনাল কলেজে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান ভাষা শহিদদের প্রতি যথা যোগ্য সম্মান জানাতে কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। সব শেষে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

329431423_699771271875820_5738093265786505848_n

বসন্তবরণ ১৪২৯

চারদিকে প্রাণের স্পন্দন, সাজ সাজ রব। কংক্রিটের জঙ্গল পাড়ি দিয়ে বসন্তের দখিন হাওয়া উচ্ছ্বাসের রং ছড়িয়েছে সকলের মনে। আর এই আনন্দঘন পহেলা ফাল্গুনকে বরণ করার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ কলেজ প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

325566020_495361519335994_1855178205169912632_n

Annual Picnic 2023

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ সদা বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ১৯ এ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন – ২০২৩।

323432543_590150652940719_7017268999275304898_n

পিঠা উৎসব ২০২৩

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত।

ষড়ঋতুর বাংলাদেশ। নানা বর্ণ-বৈচিত্র্যে শীতকাল তার অনন্য ঋতু। বলা হয়ে
থাকে, বারো মাসে তের পার্বণ। পৌষ-পার্বণে পিঠা-পুলি না হলে যেন
বাঙালির জমেনা। বাংলার ইতিহাস-ঐতিয্য- সংস্কৃতি ও সামাজিক
বন্ধনকে সুদৃঢ় ও মজবুত রাখার প্রত্যয়ে রাজধানীর ড্যাফোডিল
ইন্টারন্যাশনাল কলেজে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব-১৪২৯ বঙ্গাব্দ (১৫
জানুয়ারি ২০২৩খ্রি.)। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত
অংশগ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই উৎসব। এতে বর্তমান ও প্রাক্তন
শিক্ষার্থী এবং অভিভাবকদের মোট নয়টি স্টলে নানা প্রকার পিঠা-পুলি ও
বাঙালি খাবারের জমকালো প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এই জমকালো
উৎসব উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শিবলী সাদিক।
উদ্বোধনী আলোচনায় সবাইকে মনে-প্রাণে বাঙালি হবার আহবান
জানিয়ে তিনি বলেন, বাঙালির চিরায়ত ঐতিহ্যের স্মারক এই পিঠা-
পুলি। পিঠা-পুলি ছাড়া বাঙালির শীতকাল যেন পরিপূর্ণ হয় না।
সেকথা মনে রেখেই আমরা শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছি।

পরিভাষা কী ও কেন

পরিভাষা কী ও কেন

What is the terminology and why
What is the terminology and why

‘পরিভাষা‘ কি পরিদের ভাষা ? অথবা, ভিনগ্রহীদের ভাষা ? পরিভাষা কী কাজে লাগে ? পরিভাষা কত প্রকারের ? এসব প্রশ্নেরই উত্তর আমরা এখানে খুঁজব।

‘পরিভাষা‘ হচ্ছে বিদেশি শব্দের বাংলা অনুবাদমূলক শব্দ ও শব্দগুচ্ছ । এগুলোর ইংরেজি প্রতিশব্দ- `Terminology` ।  পরিভাষারূপে গৃহীত ও স্বীকৃত শব্দই পারিভাষিক শব্দ- term বা technical term । রাজশেখর বসুর মতে- পরিভাষা অর্থ সংক্ষেপার্থ শব্দ । অর্থাৎ যে শব্দের দ্বারা  কোনো বিষয় সংক্ষেপে ও সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায়, তা পরিভাষা । যেমন- সাহিত্য (Literature), ব্যাকরণ (Grammar), অভিধান (Dictionary), বিজ্ঞান (Science), ভূগোল (Geography), মানচিত্র (Map) ।   

ভাষা ও পরিভাষা

পরি + ভাষা = পরিভাষা । এটি উপসর্গজাত শব্দ । কিন্তু ‘ভাষা‘ মৌলিক শব্দ । দৈনন্দিন ভাষা সাধারণ মানুষের সৃষ্টি । কিন্তু পরিভাষা মুষ্টিমেয় বিজ্ঞজনের সৃষ্টি । ভাষার সাহায্যে আমরা দৈনন্দিন কার্যাদি সম্পন্ন করি । পরিভাষা মূলত অনুবাদ ও জ্ঞান-বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ব্যবহৃত হয় । অর্থাৎ পরিভাষার উৎস ও প্রয়োগক্ষেত্র আলাদা ।

সাধারণ শব্দ ও পারিভাষিক শব্দ

আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দই সাধারণ শব্দ । এরূপ শব্দ দ্ব্যর্থবোধক হতে বাধা নেই । যেমন- ‘কৃষ্ণ‘ ব্যক্তি (শ্রীকৃষ্ণ) ও বর্ণবিশেষ । আবার ‘বর্ণ‘ শব্দটির অর্থ ‘রঙ‘ (colour) বা জাতি (cast, race) । কিন্তু দ্ব্যর্থবোধক নয়, বরং বিশেষ ও সুনির্দিষ্ট অর্থবোধক শব্দই পারিভাষিক শব্দ । যেমন- আইন (law), অণুবীক্ষণ যন্ত্র (microscope), খামার (farm), শিক্ষণ (teaching),  প্রশিক্ষণ (training) ।   

 সংক্ষিপ্ত ইতিবৃত্ত

বাংলা পরিভাষা সৃষ্টি ও চর্চার ইতিহাস মাত্র দু-শ বছরের । ভারতবর্ষে ব্রিটিশের রাজত্ব প্রতিষ্ঠার পরই ইংরেজি থেকে বাংলা পরিভাষা সৃষ্টির প্রয়োজন দেখা দেয় । এক্ষেত্রে প্রথমে কতিপয় ইংরেজ এবং পরে  স্বদেশি বিজ্ঞজনেরা উদ্যোগী হন । ইংরেজদের মধ্যে জনাথন ডানকান ও ফেলিক্স কেরি হচ্ছেন পথিকৃৎ । জনাথন ডানকান প্রমুখ লেখক ইংরেজি আইন বাংলায় অনুবাদ করেন । ফেলিক্স কেরি বাংলা পরিভাষা সৃষ্টি ও বাংলা ভাষায় বিজ্ঞান-পুস্তক  রচনা করেন ।

স্বদেশিদের মধ্যে অক্ষয়কুমার দত্তের নাম সর্বাগ্রে স্মরণীয় । তিনি বাংলা পরিভাষা সৃষ্টি ও বিজ্ঞান-পুস্তক রচনা করে যশস্বী হন । এরপর রাজেন্দ্রলাল মিত্র, বিপিন বিহারী দাস, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, রাজশেখর বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রমুখ বাংলা পরিভাষা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেন । তাছাড়া পরিভাষা সৃষ্টিতে বঙ্গীয় সাহিত্য পরিষদ (১৮৯৪), পরিভাষা সংসদ (১৯৪৮), বাংলা অ্যাকাডেমি (১৯৫৪)-সহ কতিপয় প্রতিষ্ঠান/সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ ।

প্রকারভেদ

পরিভাষা বিষয়ভিত্তিক। যথা- পদার্থবিজ্ঞান পরিভাষা, রসায়ন পরিভাষা, গণিত পরিভাষা, প্রাণিবিজ্ঞান পরিভাষা, উদ্ভিদবিজ্ঞান পরিভাষা। এগুলোকে একত্রে বলা যাক ‘বৈজ্ঞানিক পরিভাষা ’। বিষয়বস্তু অনুযায়ী পরিভাষা আরো বহু প্রকারের হতে পারে। যথা-  ক) শিক্ষা-সংশ্লিষ্ট পরিভাষা,  খ) প্রশাসনিক পরিভাষা,  গ) বিচার-সম্পর্কীয় পরিভাষা,   ঘ) বাণিজ্যিক পরিভাষা, ঙ) ধর্মীয় পরিভাষা ।

পরিভাষা সৃষ্টির রীতি-পদ্ধতি

০১. কৃতঋণ শব্দ

ক. মূল শব্দ:

অক্সিজেন, কম্পিউটার, কার্টুন, কার্বন-ডাই অক্সাইড (কার্বন), ক্লিনিক, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, রেডিও, টেলিভিশন, টেলিফোন, ড্রাফট, ব্যাকটেরিয়া, ভাইরাস, রেফ্রিজারেটর (ফ্রিজ), হসপিটাল ইত্যাদি।

খ. কিছুটা পরিবর্তিত বা আত্মীকৃত শব্দ:

আরদালি (orderly), ইঞ্চি (inch), কাপ্তান (captain), টেবিল (table), ডাক্তার (doctor), জজ (judge), বাংলা (bungalow), বালাম (volume), বেয়ারা (bearer), পল্টন (platoon), হাসপাতাল (hospital) ইত্যাদি।

০২. অনুবাদমূলক শব্দ:  

ক. আক্ষরিক অনুবাদ

কালাজ্বর (black fever), ক্ষুদেবার্তা (sms), গণকযন্ত্র (calculator), বৃদ্ধাশ্রম (old home), মাঠকর্মী (Field worker), বিচারক (Judge), মৃত সাগর (dead sea), মোটরগাড়ি (motor-car), মুখচিত্র (faceart), রৌদ্রস্নান (sun-bath) সমীকরণ (equation), বাতিঘর (lighthouse) ইত্যাদি।

খ. ভাবানুবাদ

অম্লজান (Oxygen), উকিল (Advocate), উদরাময় (Diarrhea), খসড়া (Draft), জাল মুদ্রা (bad coin), জীবাণু (Bacteria), জীবাশ্ম (fossil), দূরালাপনী (Telephone), দপ্তর (Office), দূরদর্শন (television), পঞ্জিকা (Calendar), বিমানবালা (Air-hostess), বেতার (radio), ব্যঙ্গচিত্র (Cartoon), রঞ্জনরশ্মি (X-ray), সূর্যমুখী (sunflower) ইত্যাদি।

০৩. নতুন সৃষ্টি

মুঠোফোন (Mobile Phone)।

উল্লেখযোগ্য যে, পরিভাষা সংক্ষিপ্ত, সহজবোধ্য ও ব্যবহারযোগ্য হওয়া বাঞ্ছনীয়। তাছাড়া পরিভাষা সৃষ্টি ও ব্যবহার একটি চলমান প্রক্রিয়া । গ্রহণ-বর্জনের মাধ্যমে পরিভাষা যুগোপযোগী হয়ে ওঠে ।

_ Tips for Speaking English By Alia Rawshan Banu (DIC) September'21-

5 Tips for Speaking English Fluently

5 Tips for Speaking English Fluently- Since speaking is an essential part of a second language learning, effective communication in a second language is very important in all spheres of life. To acquire fluency in target language, for example in English, teachers and students need to pay great attention to meaningful communication as more as possible. With this aim, various speaking activities can contribute a great deal to students in developing basic interactive skills necessary for life. These activities make the students more active and enthusiastic in learning process and at the same time, make their learning more effective and fun for them.

Speaking out loud in front of others, especially in a second or foreign language like English, can be nerve-wracking for anyone. That is why, it is important to follow some tips or means for achieving the ability to communicate clearly and effectively in English. Students can be given some tasks that foster critical thinking and quick decision making.

Here are some important points for speaking English which can be helpful for the students:

  • First of all, students have to learn the vocabulary that they need in speaking activity. Students can be provided a list of words related with a given topic and then encourage them to speak, to discuss with their partners, to share their opinions and ideas.
  • There is no need to correct students’ pronunciation and grammatical mistakes while they are speaking. Correction will distract the student from his or her speech.
  • On a given topic, students can produce ideas in a limited time. Depending on the context, either individual or group, brainstorming is effective and learners generate ideas quickly and freely. Looking at these type of pictures, students can generate the ideas of their childhood memories and share in groups.
  • Students can be given Information Gap activity which is supposed to be working in pairs. One student will have the information that other partner does not have and the partners will share their information. Here each partner plays an important role because the task cannot be completed if the partners do not provide the information the others need. These activities are effective because everybody has the opportunity to talk extensively in the target language.
  • Students can stand in front of the class in pairs/groups and share their ideas by completing the gaps given in the pictures.

These are 5 Tips for Speaking English Fluently by which students can be able to share their views and opinions in English for effective communication and build confidence in themselves. They will also learn how to express themselves in polite ways while disagreeing with others.

To sum up, English is spoken all over the world and nowadays in Communicative Language Teaching, emphasis is given on learning to communicate in the target language instead of emphasizing the mastery of grammar.

Alia Rawshan Banu

Sr. Lecturer

Daffodil International College