441540180_850963103743556_5866132122911863977_n

শিক্ষা সফর ২০২৪

শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ সাধনে এবং একঘেয়েমি দূরীকরণে প্রতি বছরের ন্যায় এ বছরও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে এবং অজানাকে জানার আকাঙ্ক্ষায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর” পরিদর্শনের ব্যবস্থা করা হয়।

448989907_876698204503379_2680594852748220168_n

Farewell of Batch 2024

সব বিদায় বিষাদের নয়, কিছু কিছু বিদায় আনন্দের এবং গৌরবের। আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সূর্যালোকিত ভবিষ্যৎ কামনা করে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয়ে গেলো এইচএসসি-২০২৪ ব্যাচের বিদায় অনুষ্ঠান এবং দোয়া মাহফিল। সেই সাথে বিতরণ করা হয় এইচ এস সি পরীক্ষার প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন পত্র ।

448044252_867169262122940_5443364745067593283_n

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪

ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে প্রতিবছরই মাত্রাতিরিক্ত বৃক্ষ নিধন করা হচ্ছে। তবে সেই অনুপাতে বৃক্ষ রোপণ করা হচ্ছে না। ফলশ্রুতিতে পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়তই বেড়ে চলেছে। ধরিত্রী মা-কে সুরক্ষিত রাখতে এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুধাবন করানোর লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে আয়োজন করা হয় বৃক্ষ রোপণ কর্মসূচির।

448056271_868405101999356_7242471784738445292_n

Parents’ Meeting 2024

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যত গড়তে সবসময় অভিভাবকদের অভিমত প্রকাশ ও সহযোগিতায় গুরুত্ব দিয়ে আসছে। তারই প্রেক্ষাপটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ২০২৩-২৪ ব্যাচের সকল গ্রুপের (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ইংরেজি ভার্সন) শিক্ষার্থীবৃন্দের অভিভাবকদের সাথে আসন্ন ইয়ার ফাইনাল পরীক্ষা ও বিবিধ বিষয় নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ জনাব কর্নেল মো: সাদীকুল বারী স্যার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো অভিভাবক সভা। আলোচনা সভাটি অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুসম্পন্ন হয়। কলেজের চলমান উন্নয়ন কার্যক্রমে অভিভাবকগন সন্তোষ প্রকাশ করেন।

rsz_img_20231025_124605

নবীনবরণ ২০২৩

“ফাগুনের নবীন আনন্দে গান খানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে।”

নানা উৎসাহ এবং উদ্দীপনার সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ উৎসব। উৎসবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ জনাব শিবলী সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এ.এম রফিকুন্নবী,অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, ডিরেক্টরেট অফ আইসিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ, ডিআইআইটি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মাহমুদুল হাসান, অধ্যক্ষ ডিআইএস। আলোচনা সভার পর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

366067881_688296623343539_7692518977337753278_n

এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০২৩

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে আজ এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য বিদায় ও দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়। সেই সাথে শিক্ষার্থীদের মধ্যে এডমিট কার্ড বিতরন করা হয়। এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য রইল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের পক্ষ থেকে শুভকামনা।