441540180_850963103743556_5866132122911863977_n

শিক্ষা সফর ২০২৪

শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ সাধনে এবং একঘেয়েমি দূরীকরণে প্রতি বছরের ন্যায় এ বছরও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে এবং অজানাকে জানার আকাঙ্ক্ষায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর” পরিদর্শনের ব্যবস্থা করা হয়।