BOOK REVIEW: “RICH DAD POOR DAD”
কয়েকদিন ধরে একটি বই পড়ে শেষ করলাম। বইটি হলো”রিচ ড্যাড পুওর ড্যাড “লিখেছেন রবার্ট টি কিয়োসাকি। এই কোভিড-১৯ এর সময়ে বইটির অনেক মূল্যবান বিষয় আছে যা সবার জানা দরকার। বইটিতে যা আলোচনা করা হয়েছে তা সাধারণত আমরা স্কুল কলেজে শিখি না। অথচ একজন মানুষ আমি বলবো সফল হবার উচ্চাকাঙখা আছে তার এই বিষয়গুলো জানা প্রয়োজন।

বইটিতে অর্থ নিয়ে ২টি দৃষ্টিভঙ্গি আছে। ১টি “অর্থের প্রতি ভালোবাসাই সমস্ত নষ্টের মূল❞। অন্যটি
❝অর্থ যথেষ্ট না থাকাই সমস্ত অনিষ্টের কারণ❞।
লেখক এই ২টি দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তর চিন্তাভাবনা করতে লাগলেন এবং এক পর্যায়ে মুল্যবান অন্তর্দৃষ্টি লাভ করলেন।
তিনি বুঝলেন ❝আমার এইটা করার সামর্থ নেই❞। এই কথাটি ব্রেইন কে না দিয়ে ❝আমার কী ভাবে এটা করার সামর্থ তৈরি হবে❞ ব্রেইনকে সেই বিষয়ে চিন্তা করতে বাধ্য করাতে হবে। লেখক দেখিছেন- ❝আমার করার সামর্থ নেই❞ এই কথাগুলো স্বয়ংক্রিয়ভাবে বলতে থাকলে তোমার ব্রেইন বা মগজ কাজ করা বন্ধ করে দেয়।
আর যদি নিজেকে বলো -❝আমার কী ভাবে এটা করার সামর্থ হবে❞, তখন তোমার মগজকে কাজের মধ্যে ঢুকিয়ে দেয়া হবে।
এটা বিশ্বাস করতে হবে, অভ্যাসবশত ❝আমার করার ক্ষমতা নেই❞ বলা একটা মানসিক আলস্যের লক্ষণ।
সঠিক শারীরিক ব্যায়াম স্বাস্থের উন্নতির সুযোগ দেয়। আলসেমি স্বাস্থ্য ও ধন-সম্পত্তি দুটিই ক্ষতি করে।
এই বইটিতে আরো আলোচিত হয়েছে যে,
❝অর্থ একধরনের ক্ষমতা❞। কিন্তু আরো ক্ষমতাশালী হচ্ছে, ❝আর্থিক বিষয়ে শিক্ষা❞। অর্থাৎ, অর্থ অর্জন করলেই হবে না, অর্থের উপরে কর্তৃত্ত্ব করতে শিখতে হবে।
-জীবন তোমাকে নিরন্তন ধাক্কা দিয়ে যাবে। কেউ জীবনের এই ধাক্কাগুলো সহ্য করে যায়, কেউ রেগে গিয়ে পাল্টা ধাক্কা মারে। আসলে জীবন আমাদের সবাইকে চারদিক থেকে ধাক্কা মারে। এক্ষেত্রে কেউ হাল ছেড়ে দেয়, অন্যেরা লড়াই করে।
আমাদের জীবনের এই ধাক্কাকে স্বাগত জানাতে হবে, লড়াই করতে হবে। মনে রাখতে হবে-
তুমি ভীষণভাবে জিততে চেয়েছো।। মনের গভীরে জেতার উত্তেজনা থাকলে তুমি জিতবে।
অবশ্যই জিতবে।।
জারকা সুলতানা
ভাইস প্রিন্সিপাল