329431423_699771271875820_5738093265786505848_n

বসন্তবরণ ১৪২৯

চারদিকে প্রাণের স্পন্দন, সাজ সাজ রব। কংক্রিটের জঙ্গল পাড়ি দিয়ে বসন্তের দখিন হাওয়া উচ্ছ্বাসের রং ছড়িয়েছে সকলের মনে। আর এই আনন্দঘন পহেলা ফাল্গুনকে বরণ করার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ কলেজ প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tags: No tags

Comments are closed.