409137222_820069266832940_4539851613668140264_n

ইফতার ও দোয়া মাহফিল ২০২৪

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ,ঢাকার একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো পবিত্র মাহে রমজানের “ইফতার ও দোয়া মাহফিল।” কলেজের অধ্যক্ষ জনাব কর্নেল মো: সাদীকুল বারী স্যারের আমন্ত্রনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল কলেজ উত্তরা এর অধ্যক্ষ ড: আব্দুল মতিন শাহ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ ডঃ মোহাম্মদ মাহমুদুল হাসান। ইফতার মাহফিলে এইচএসসি পরীক্ষার্থীসহ সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Comments are closed.