331857545_1128619485205439_6261577298461332236_n

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩

ড্যাফোডিল ইন্টান্যাশনাল কলেজে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান ভাষা শহিদদের প্রতি যথা যোগ্য সম্মান জানাতে কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। সব শেষে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Tags: No tags

Comments are closed.