409137222_820069266832940_4539851613668140264_n

ইফতার ও দোয়া মাহফিল ২০২৪

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ,ঢাকার একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো পবিত্র মাহে রমজানের “ইফতার ও দোয়া মাহফিল।” কলেজের অধ্যক্ষ জনাব কর্নেল মো: সাদীকুল বারী স্যারের আমন্ত্রনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল কলেজ উত্তরা এর অধ্যক্ষ ড: আব্দুল মতিন শাহ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ ডঃ মোহাম্মদ মাহমুদুল হাসান। ইফতার মাহফিলে এইচএসসি পরীক্ষার্থীসহ সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

432102572_819372693569264_4959754049054457084_n

মহান স্বাধীনতা দিবস ২০২৪

আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ জনাব কর্নেল মো সাদীকুল বারী স্যারের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা এবং রচনা প্রতিযোগিতা। এই মাটি,আকাশ এবং প্রকৃতির সান্নিধ্যের মাতৃভূমি বাংলাদেশকে যাঁরা আমাদের করে দিয়েছেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের পক্ষ থেকে সেই সকল শহীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা।

432231055_816300117209855_8919973498278600622_n

Principal’s Assembly 2024

Delighted to share insights from Daffodil International College, Dhaka’s recent Principal’s Assembly for XI & XII year students held on March 21st and 23rd! Principal Sir provided updates on the half-yearly exam results and test exam performance, encouraging students to strive for excellence.

432145639_813741034132430_2928643741075519199_n

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান– এর ১০৪ তম জন্মবার্ষিকী

আজ ১৭ই মার্চ ২০২৪। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান– এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস– ২০২৪। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়।

422723886_799384602234740_6670428666205736535_n

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ড্যাফোডিল ইন্টান্যাশনাল কলেজে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান ভাষা শহিদদের প্রতি যথা যোগ্য সম্মান জানাতে কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

422628777_797241945782339_2557276821601289703_n

Parents’ Meeting 2024

It was an exclusive Parent’s Meeting at Daffodil International College, Dhaka

At DIC, we prioritize quality education, stellar academic results, and a disciplined lifestyle for our students. But we can’t do it alone! Your collaboration is key to making it all happen smoothly.

426495841_793998562773344_521778708421739452_n

Principal Visit at Prestigious Institutions 2024

Our esteemed Principal, Col Mohammad Sadikul Bari, was invited as a special guest at three prestigious institutions – BCSIR School & College, Shah Ali High Model High School, Model Academy, and Rayerbazar High School. His insightful speeches and valuable guidance for students preparing for their SSC examinations left an indelible mark. We’re proud to have such a visionary leader guiding our future nation toward success!

426102583_791322193040981_115881292646120523_n

Annual Picnic 2024

সফলভাবে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত “বার্ষিক বনভোজন ২০২৪”

Blog Template

আত্মবিশ্বাস- ই সফলতার মূলমন্ত্র

একাদশ দ্বাদশ শ্রেণীর গণ্ডি পেরিয়েই তোমরা এক বিশাল যুদ্ধের সম্মুখীন হবে। সেই যুদ্ধটি হল ভার্সিটি এডমিশন যুদ্ধ। পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাওয়ার জন্য একটি আসনের পেছনে যুদ্ধ করে অনেক শিক্ষার্থী। কিন্ত কেন ? ভালো ইউনিভার্সিটিতে একটি ভালো সাবজেক্টে পড়ার সুযোগ তোমার ক্যারিয়ার ও চিন্তা ভাবনা অনেকটাই বদলে দিবে।

 একটি ইট কখনো দূর থেকে চোখে পড়েনা, একটি একটি করে জোড়া লাগিয়ে বিল্ডিং বানালেই কেবল দূর থেকে সবার চোখে পড়ে মানুষের সফলতা হল একটি বিল্ডিং যা আস্তে আস্তে বানানোর পরই চোখে পড়ে । একাদশ দ্বাদশ শ্রেনীর দুই বছর কতটা তুমি ইফোর্ট দিয়ে পড়াশোনা করেছো তার উপর নির্ভর করবে তোমার এডমিশন যুদ্ধে জয়ী হওয়া না হওয়া। টোটাল ২০০ মার্কসের মান বন্টন। তার মধ্যে ১০০ মার্কস তোমার SSCHSC জিপিএ থেকে কাউন্ট করা হবে। ৪০% তোমার SSC ও ৬০% HSC রেজাল্ট থেকে নেয়া হবে।

আর বাকি ১০০ মার্কসের পরীক্ষা হবে তোমার HSC সিলেবাস থেকে। তাই সময় নষ্ট না করে তোমার প্রতিটি দিন কাজে লাগাও। আরাম আয়েশ আর অর্জন কখনোই এক পথে চলে না। অলসতা কখনো সফলতার বন্ধু হতে পারে না। সফলতার চারা গাছ দেখতে হলে অবশ্যই তোমাকে চেষ্টার বীজ বুনতে হবে। মনে রেখো ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে বিচার করা হয় না, বিচার করা হয় অর্জন দিয়ে। কারন অর্জনই গর্জন। মাথা উঁচু করে বাঁচতে হলে তোমাকে অর্জনের প্রসেসে ঢুকতে হবে। সাকসেস হতে হলে চেষ্টা না করে মোবাইল নামক ঢিলামির বাক্সে বন্দী থাকা যাবে না। জীবনে সাকসেস হওয়ার কোনো লিফট নেই, দুনিয়াতে কেউ শর্টকাটে সফল হতে পারে না। নিজের উপর জোর করে হলেও প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে। একাদশ-দ্বাদশ শ্রেনীর ২ বছরের ক্যালেন্ডারের পাতা শেষ হয়ে গেলে পাওয়া না পাওয়ার হিসেব চূড়ান্ত হয়ে যাবে। এই দুই বছর বেশি উপভোগ করতে গিয়ে বেশি অনুশোচনায় ভুগতে যেনো না হয় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে।

আজ না কাল পড়তে বসবো, আমার তো ভালো করে পড়া উচিৎ এই একই চিন্তা সবার মনেই আসে, পাথর্ক্য শুধু ঝাপিয়ে পড়ার মাঝে। বেশির ভাগ মানুষ সফল হতে পারে না কারন তারা যাত্রাই শুরু করে না। তাই তোমাদের বলি, দেরি না করে পড়তে বসো, প্রতিটা মূহুর্ত কাজে লাগাও।

সময় নষ্টকারী  অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে, সময় নষ্ট করার অপশন যত বাড়বে প্রোকাস্টিনেশনও তত বড়বে। হাতের মোবাইলটি ৩ ঘন্টা দূরে রেখে পড়তে বসলে কোনো ক্ষতি হবে না। কয়েক ঘন্টা তোমার হাতে মোবাইল না থাকলে দুনিয়া পাল্টে যাবে না। পড়াশোনার চেয়ে তোমার  মোবাইল জরুরি না। মনে রেখ মোবাইল এখন আমাদের অজান্তেই এক মহা আসক্তিতে পরিনত হয়েছে। মোবাইলের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারলেই তুমি তোমার লক্ষ্যের পেছনে ক্লান্তিহীনভাবে লেগে থাকতে পারবে।

তোমরা কি জানো গুগলের বর্তমান CEO কে ??

তিনি হলেন- সুন্দর পিচাই

তিনি ভারতের তামিলনাড়ুর এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন। দুই রুমের একটি এপার্টমেন্টে ছোট ভাই সহ চার জনের পরিবার বাস করত। একটি ল্যাপটপ এমনকি একটি মোবাইল কেনার সামর্থ  ছিলনা।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তিতে সুযোগ পাওয়ার পর যুক্তরাষ্ট্রে যাবার জন্য প্লেনের টিকিট কেনার সামর্থ্যও পরিবারের ছিল না।  পরিবারের সঞ্চিত অর্থ আর এক বছরের মোট আয়ের চেয়েও বেশি পরিমান অর্থ লোন নিয়ে সেই ব্যবস্থা করেন তার বাবা-মা।

তার বর্তমান বেতন ভারতীয় মুদ্রায় ১৮৮৪ কোটি ৩৯ লাখ ১৩ হাজার ৯০০ টাকা। কঠোর পরিশ্রম করলে কোনো কিছুই অসম্ভব নয়।

যার প্রয়োজনের আকাঙ্খা যত বেশি তার আলসেমি আর এক্সকিউজ ততই কম।নদীর স্রোত কাউকে পাহাড়ের চূড়ায় উঠায় না বরং সাগরে নিয়ে ভাসায়। সাকসেস হতে হলে নিজেকে কন্ট্রোল করতে হবে। আনন্দ আর ইফোর্টের মধ্যে ব্যালেন্স রেখে পড়াশোনা করতে হবে।

মনে রেখো; মেধাবীরা হেরে যেতে পারে কিন্তু পরিশ্রমীরা কখনোই হারে না। সঠিক পথে পরিশ্রম করো, সফলতা আসবেই ইনশাআল্লাহ।